মারুফ আল আমিন বাংলাদেশের তরুণ উদীয়মান লেখকদের মধ্যে একজন। ঢাকায় বসবাসকারী এই লেখক ২০২০ সালে ‘রুপালি সমুদ্র- Sea of Rain’ গল্পগ্রন্থের মাধ্যমে লেখালেখির যাত্রা শুরু করেন। ২০২১ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় বই ‘নৈশব্দের কান্না- The Cry of Silence’ পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া, রোমান্টিক ধারার উপন্যাস ‘ভোর দুপুরের জোছনা- Moonlight at Noon’ তাঁর লেখায় নতুন মাত্রা যোগ করেছে। তাঁর চতুর্থ উপন্যাস ‘বাকি সব পার্শ্বচরিত্র- The Shadows of the Lamp’ তাঁকে একজন থ্রিলার লেখক হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এছাড়া তিনি ‘প্রতিশোধ চক্র- The Revenge Circle’ নামে একটি ই-বুক প্রকাশ করেছেন। ছোটগল্প, সমকালীন উপন্যাস কিংবা থ্রিলার সব জনরাতেই দক্ষতা দেখিয়েছেন তিনি। বর্তমানে তিনি ‘লাসাসিনো’ নামে একটি থ্রিলার উপন্যাস লেখছেন, যা ২০২৫ সালে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।